ঢাকা: গতকাল (সোমবার) ঢাকার বায়ুর মান তুলনামূলকভাবে কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও, মাত্র একদিনের ব্যবধানে তা ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭:৪৯ মিনিটে আইকিউএয়ার-এর সর্বশেষ তথ্যমতে, ঢাকা উঠে এসেছে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৯তম অবস্থানে, যেখানে তার আগের দিনের অবস্থান ছিল ৫৯তম।
ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) এখন ৮০, যা মাঝারি ক্যাটাগরিতে থাকলেও, এটি বায়ু মানের দ্রুত অবনতির ইঙ্গিত দিচ্ছে। একই সময়ে বেইজিং (৮১), আক্রা (৮৪), কায়রো (৮৯), শিকাগো (৯০) এবং দুবাই (৯২)-এর মতো শহরের অবস্থানও ঢাকার উপরে।
অন্যদিকে, কিনশাসা ১৯৫ AQI নিয়ে আজকের সর্বোচ্চ দূষণের শহর হিসেবে শীর্ষে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাসের মান নিম্নমুখী হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে:
-চলমান নির্মাণকাজ
-বর্ষার মাঝে মাটি ও ধুলার মিশ্রণ
-গ্যাস ও ডিজেলচালিত যানবাহনের ধোঁয়া
-খোলা জায়গায় বর্জ্য পোড়ানো
বায়ু মান ‘৮০’ হলেও, বয়স্ক, শিশু, শ্বাসকষ্ট ও হৃৎপিণ্ডের রোগীদের জন্য এটি উদ্বেগজনক। বিশেষ করে যারা রাস্তায় দীর্ঘ সময় থাকেন (রিকশাচালক, ট্রাফিক পুলিশ, ফুটপাথের দোকানদার), তাদের জন্য এই দূষণ সরাসরি ঝুঁকিপূর্ণ।
এ জন্য সকলকে মাস্ক পরিধান করা, সকাল ও সন্ধ্যায় অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে।