Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি পুনর্গঠনে পুত্র এরিক এরশাদকে নিয়ে সক্রিয় হওয়ার ঘোষণা বিদিশা’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ০৮:৪০

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে এক আলোচনা সভায় নতুন বার্তা দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। তিনি জানিয়ে দিয়েছেন, দলের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এখন থেকে সক্রিয় থাকছেন তিনি নিজে এবং তার ছেলে এরিক এরশাদ।

সোমবার (১৪ জুলাই) এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিদিশা বলেন, “আমি এমপি-মন্ত্রী হতে চাই না। আমি শুধু একজন মা হিসেবে এরিকের পাশে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আমার কোনো পদ-পদবির প্রয়োজন নেই, শুধু মানুষের হৃদয়ে জায়গা চাই।”

তিনি অভিযোগ করেন, বর্তমান পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শেরীফা কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন ‘স্বৈরতান্ত্রিক’ ধাঁচে পরিচালিত হচ্ছে এবং এরশাদের রেখে যাওয়া মূল আদর্শ ও সম্পদ রক্ষায় দলীয় নেতাকর্মীদের এক হতে হবে।

বিজ্ঞাপন

বিদিশা এরশাদ জানান, ১৯ জুন জাতীয় পার্টির পুনর্গঠনের বিষয়টি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তার নেতৃত্বাধীন অংশে কাজী মো. মামুনুর রশীদকে করা হয়েছে মহাসচিব।

তিনি বলেন, “এরশাদ যে আদর্শে দল গড়েছিলেন, তা এখনো প্রাসঙ্গিক। তাই আমরা আবার মাঠে নামছি, মানুষের জন্য কাজ করব। আগামী নির্বাচনকে সামনে রেখে দলের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এ সময় সবাইকে দলীয় সংকীর্ণতা ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

জাতীয় পার্টির সিনিয়র নেতাদের উদ্দেশ্যে বিদিশা বলেন, “আপনারা হচ্ছেন দলের মাথার তাজ, মুকুট। আপনাদের আমরা সম্মান দিয়ে সামনে রাখব। আমাদের ব্যক্তিগত ইগো বাদ দিয়ে আসুন এক হই, দলকে পুনরুজ্জীবিত করি।”

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এরিক এরশাদ জাতীয় পার্টি বিদিশা এরশাদ হুসেইন মুহম্মদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর