Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ের ২ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১২:১৫

পঞ্চগড় ২ আসনের দুই প্রার্থী।

পঞ্চগড়: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় জেলার দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলটির পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সেক্রেটারি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়া, পঞ্চগড় ২ আসন (বোদা ও দেবীগঞ্জ) আসনে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির দেবীগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হাসান প্রধান।

বিজ্ঞাপন

এর আগে, গত ৯ জুলাই (বুধবার) দিনব্যাপী পঞ্চগড়ের এক ও দুই আসনে কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মুফতি মোস্তফা কামালের উপস্থিতিতে জেলার পাঁচ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার দুই সহস্রাধিক দায়িত্বশীল নেতাকর্মী প্রার্থী বাছাই এ ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রদান করেন। পরে মতামত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় থেকে প্রার্থীর নাম রোববার ঘোষণা করা হয়।

তবে, এরইমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন এবং ইসলামপন্থি দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে ওঠা জল্পনা-কল্পনার ব্যাপারে দলটির সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়গুলো এখনও ক্লিয়ার হয়নি। তাই মাঠ গুছিয়ে রাখতে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড় ২ আসন হাতপাখার প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর