Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার আসামি নান্নু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১২:২১

গ্রেফতার আসামি মো. নান্নু কাজী।

ঢাকা: মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতাল চত্বরে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এর আগে, গত বুধবার হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েক যুবক সোহাগকে বুধবার দুপুরে ডেকে নেয়। সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। সোহাগ পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটসহ ভাঙারি জিনিসের ব্যবসা করতেন। সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে।

বিজ্ঞাপন

সোহাগ হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর