রাজবাড়ী: একুশে পদক প্রাপ্ত দেশ বরেণ্য চিত্রশিল্পী ও রাজবাড়ী জেলার কৃতি সন্তান মনসুর উল করিমের ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে শিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের আয়োজনে তার জন্মদিনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমির সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শিল্পকলাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সংক্ষিপ্ত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, কেক কাটা ও দেশবরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ, সদস্য সচিব প্রাক্তন শিক্ষা অফিসার আজিজা খানম, সংগঠনের উপদেষ্টা নুরুল হক আলম, বীর মুক্তিযুদ্ধা মো. সাইফুল ইসলাম,মো. হালিম বিশ্বাস, আহসান হোসেন হিটু, কবি সালাম তাসির,আতাউর রহমান, চিত্রশিল্পী দিলীপ কর, চিত্রশিল্পী রাজকুমার পাল, গোলাম আলী, শিল্পী মনসুর উল করিমের ভাই রঞ্জু, কবি নেহাল আহমেহ, ঢাকা থেকে আগত চিত্রশিল্পী নাসির আহমেদ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিবাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিল্পীর জীবনকালে তার কাজ ও পরিকল্পনা নিয়ে স্মৃতি চারণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ‘মনসুর উল করিম ছিলেন একজন দেশবরেণ্য চিত্রশিল্পী। তিনি তার অসামান্য কৃতিত্বে একুশে পদক লাভ করেন। একুশে পদক ছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন পুরষ্কার ও সম্মাননা লাভ করে। ১৯৯৪ সালে ভারতীয় ললিতকলা একাডেমি আয়োজিত অষ্টম ভারতীয় ত্রিবার্ষিক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী থেকে তিনি পুরষ্কার লাভ করেন।তিনি তৃণমূল পর্যায়ে চিত্রশিল্পী গড়ে তোলার লক্ষ্যে নিজ জেলা রাজবাড়ীর রামকান্তপুর স্বর্ণশিমুল তলায় গড়ে তোলেন বুনন আর্ট স্পেস। আজ তার জন্মদিনে আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। তিনি রাজবাড়ী জেলার গর্ব।’
উল্লেখ্য, চিত্র শিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ই জুলাই রাজবাড়ী জেলার কালিকাপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৪০ বছর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। চিত্রকলায় সামগ্রিক অবদানের জন্য ২০০৯ সালে তিনি একুশে পদক লাভ করেন এবং ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুলতান পদক লাভ করেন। তিনি ১৯৯৩ সালে শিল্পকলা একাডেমি পুরস্কার এবং ষষ্ঠ এশিয়ান আর্ট বিয়েনাল পদকসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। গুণী এই দেশবরেণ্য চিত্রশিল্পী করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৫ই অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করেন।