শরীয়তপুর: আগামীকাল (১৬ জুলাই) শরীয়তপুরে এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিতে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় নেতারা।
সোমবার (১৪ জুলাই) এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়োজনে ১৬ জুলাই বুধবার শরীয়তপুরে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা,আব্দুল হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদিব, ঋআজ মোর্শেদ, আব্দুর রহমান, রাকিব হোসেন, আসাদ বিন রনি সহ অর্ধশত কেন্দ্রীয় নেতা। বিকাল সাড়ে ৫ টায় কেন্দ্রীয় নেতারা আঙ্গারিয়া বাজারে পদযাত্রায় অংশ নিবেন। এরপর বিকাল ৬টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে সভায় অংশগ্রহণ করবেন। পরে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন জাজিরার নাওডোবা গোল চত্ত্বরে পথসভায় অংশগ্রহণ করবেন।
এ ব্যাপারে এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘শহিদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায় যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল। এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী। এই কর্মসূচি বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি।’