Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১২:৫৬

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

যশোর: যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে বৃষ্টি উপেক্ষা করেই শহরের বকুল তলায় জেলা প্রশাসনের আয়োজনে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তিনি বলেন, ‘এই আন্দোলনকে সফল করার জন্য ছাত্র জনতা চার বছরের শিশু থেকে শুরু করে সর্বস্তরের জনগনকে রাজপথে নিয়ে এসেছিল। এটি পৃথিবীর ইতিহাসে বিরল।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের মতো যশোরেও জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালে রক্তের বিনিময়ে আমরা বহিরাগত শক্তির বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে দেশের ভেতরের এক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। রক্তের বিনিময়ে নতুন এক ইতিহাস রচিত হয়েছে। এ স্মৃতিস্তম্ভ আমাদের সেই সাহস, ত্যাগ আর প্রত্যয়ের কথা ভবিষ্যত প্রজন্মকে মনে করিয়ে দেবে যেটি তাদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ এছাড়া স্মৃতিসৌধটির নির্মাণ শেষ হলে এটি যশোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবু জাফর সিদ্দীকি,জাতীয় নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান,জুলাই আন্দোলনে নিহত আবদুল্লার পিতা আবদুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ ও আহাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহানুর রহমান সোহাগ।

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে জুলাই শহীদ স্মৃতিসৌধ নির্মাণের কাজ করছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। স্মৃতিসৌধটির উচ্চতা হবে ১৮ ফুট এবং প্রস্থ ছয় ফুট। আগামী ৫ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে উদ্বাধন করা হবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।

স্মৃতিসম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান, জুলাই ওমেনস ডে উপলক্ষে যশোরের বিভিন্ন বয়েসের নারীরাও উপস্থিত থেকে এ আয়োজনে যোগদান করেন।

সারাবাংলা/এসডব্লিউ

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ ভিত্তি প্রস্তর স্থাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর