Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে পথশিশুকে ‘ধর্ষণের’ অভিযোগ, ওসিসি’তে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৩:১০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী মহাখালী এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুটির ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, গত রাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। আজ শিশুটির ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, ‘গতকাল (সোমবার) রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পিছনে ধর্ষণের শিকার হয় ওই শিশু। তবে ধর্ষণকারীকে চিনতে পারেনি সে। তাকে মুখ চেপে ধর্ষণ করা হয়েছে। ওই শিশুটি পথশিশু। তবে তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে শিশুটির কান্না এবং রক্তক্ষরণ দেখে স্থানীয় লোকজন বনানী থানায় সংবাদ দেয়। পরে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

ধর্ষণের অভিযোগ শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর