Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত সরকারের আমলের আইপিপি চুক্তিগুলো রিভিউ করা হবে: অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৪:০২ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৫:০৫

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নিয়ে অনেকগুলো চুক্তি হয়েছিল। এতে অনেক অসংলগ্নতা ছিল, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ এবং ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করবো। এ জন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে। এটা তো একতরফা করা যাবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর