ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ বলেছেন, “অনেক বিষয়ে আলোচনার ক্ষেত্রে যতটা প্রত্যাশিত অগ্রগতি প্রয়োজন ছিল, তা আমরা অর্জন করতে পারছি না।”
তিনি জানান, সময় স্বল্পতার কারণে জাতীয় সনদ প্রণয়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ১৪তম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আলী রিয়াজ বলেন, “আমরা অনেক বিষয়ে যতটা অগ্রগতি প্রত্যাশা করেছিলাম, তা হয়নি। সামনে সময় আরও কমে আসছে, ফলে দ্রুত কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন প্রয়োজন একটি “জাতীয় সনদ” প্রণয়ন করা, যেখানে মৌলিক বিষয়গুলোতে সবাই একমত হবে।
ড. রিয়াজ বলেন, “কমিশন কোনো আলাদা সত্তা নয়। আমরা সকলে মিলেই এই প্রচেষ্টার অংশ। কমিশনের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা।”
তিনি আশা প্রকাশ করেন, জুলাই মাসের মধ্যেই একটি খসড়া জাতীয় সনদ তৈরি সম্ভব হবে। সেই লক্ষ্যেই এখন সবার সমন্বিত প্রয়াস দরকার।