Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৩:৫৮

নিহতের মরদেহ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে একটি ভটভটি উলটে এর চালক নিহত ও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলার নাচোল উপজেলার ফুলকুড়ি বাজার এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের অজগরা গ্রামের বাসিন্দা।

নাচোল থানার এসআই আতাউর রহমান জানান, গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে জুয়েল রানা তার ভটভটিতে ছয়জন যাত্রী নিয়ে নাচোল উপজেলার কাকনহাটের উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে সকাল ৬টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুড়ি বাজার এলাকায় ভাঙ্গা রাস্তায় ভটভটিটি উলটে যায়। এতে জুয়েল রানা ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা ছয়জন আহত হন। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে তাদের উদ্ধার করে। আহতদের করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

চালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর