নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীর পাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার বামনী নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা আনুমানিক ২২ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের পরনে ছিল লাল টি-শার্ট ও সাদা পায়জামা।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিমল কর্মকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানতে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।