Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতার এনার্জি ট্রেডিং থেকে এলএনজি কার্গো কিনছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৫:২৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৫:২৮

এলএনজি আমদানি – (প্রতীকী ও ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: দেশের জ্বালানি চাহিদা পূরণে আগস্ট মাসের জন্য এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এই এলএনজি কার্গো কেনা হচ্ছে। এটি চলতি পঞ্জিকা বছরের ৩৩তম এলএনজি কার্গো আমদানি। কাতার ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স কাতার এনার্জি ট্রেডিং এলএলসি’ এই কার্গো সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১৩ দশমিক ২৪ ডলার দরে এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ ৫১ হাজার টাকা।

বিজ্ঞাপন

এলএনজি আমদানির বিষয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের এলএনজির অপর্যাপ্ততা আছে, আমরা এলএনজি আনছি। এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর