বাংলাদেশিদের জন্য মিসরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলে জানিয়েছে ঢাকার মিসরীয় দূতাবাস।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মিসরীয় দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাস বলছে, তাদের প্রতিষ্ঠিত নির্দেশিকা অনুসারে যথারীতি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলছে। বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে মিসরীয় দূতাবাস। খবর প্রকাশের আগে সংবাদমাধ্যমকে সরকারি সূত্রের সঙ্গে তথ্য যাচাই করারও অনুরোধ জানিয়েছে।
দূতাবাস সব ভ্রমণকারী এবং আবেদনকারীদের সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে উৎসাহিত করে। যেকোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিসর দূতাবাস।
বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া সংক্রান্ত এক ব্যাখ্যায় মিসর দূতাবাস ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটি ভুলভাবে ইঙ্গিত করে যে মিসর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।
মিসর দূতাবাস +02 2222 93 999 [email protected]