ঢাকা: কর্তৃপক্ষ কর্তৃক ‘বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’ ৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে। আদেশগুলোতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবদুর রহমান খান।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- ঢাকার কর অঞ্চল-২-এর বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন (২০০২৯৭); ঢাকার কর অঞ্চল-১৫-এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ (২০০৩২৫); কুষ্টিয়া কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান (২০০৩১৫); নোয়াখালী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা (২০০৩৫৫); কক্সবাজার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান (২০০৪৮৭); খুলনা কর অঞ্চলের উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম (২০০৫৩৬), রংপুর কর অঞ্চলের উপ কর কমিশনার নুশরাত জাহান শমী (২০০৬৩৮) এবং কুমিল্লা কর অঞ্চলের উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল (২০০৬২১)।
সাময়িক বরখাস্তের বিষয়ে প্রত্যেকের আদেশে বলা হয়েছে, ‘জাতীয় রাজস্ব বোর্ডের গত ২২ জুন ২০২৫ তারিখের জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীকে সমর্থন করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ প্রেক্ষিতে ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর ৩৯(১) ধারা অনুযায়ী এদের জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা প্রত্যেকেই বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জানা যায়, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন চলাকালে গত ২২ জুন পাঁচজন কর্মকর্তার বিষয়ে বদলির আদেশ জারি করে এনবিআর প্রশাসন। ওই বদলি আদেশের তালিকায় বর্তমানে বহিস্কৃত তিন কর্মকর্তা- খুলনা কর অঞ্চলের উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম (২০০৫৩৬), কুমিল্লা কর অঞ্চলের উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল (২০০৬২১) ও রংপুর কর অঞ্চলের উপ কর কমিশনার নুশরাত জাহান শমী (২০০৬৩৮) ছিলেন।