Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৬:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে পেশাজীবীদের সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

জাহিদ হোসেন বলেন, ‘‘স্পষ্ট ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানো যায়, তাহলে নিশ্চয় কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা আশাবাদী প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচনের যে কমিটমেন্ট করেছেন তারা তা বাস্তবায়ন করবেন।”

বিজ্ঞাপন

মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘গতকালকে (সোমবার) জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে মাননীয় মহাসচিব স্পষ্টভাবে লিখিতভাবে বলেছেন, ঘটনা-দুর্ঘটনা হোক, অন্যায় অন্যায়ই, কোনো অন্যায়কে ছোট করে দেখা, কোনো অন্যায়কে বড় করে দেখার যে প্রবণতা, কোনো অন্যায়কে একটি কর্নার থেকে কোনো একটি দলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, এটিকে রাজনীতিকরণ করা ঠিক না।”

তিনি বলেন, ‘‘অন্যায়ের পক্ষে কোনো সচেতন মানুষ, রাজনৈতিক দলে থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা জিয়ার আদর্শের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশে মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছি, আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না।’’

ডা. জাহিদ বলেন, ‘‘বন্ধুদেরকে বলতে চাই, ধৈর্য্য ধরুন। স্প্রেইডকে স্প্রেইড বলুন, ক্ল্বাস খেলার চেষ্টা করবেন না। অন্যায় সমর্থন করবেন না। নিজেরটা সমর্থন করবেন, অন্যেরটার সময়ে কথা বলবেন এটা হয় না। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেওয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়ের বিচার চায়। মব সন্ত্রাস বিএনপি চায় না।”

জামায়াত ইসলামীর এক নেতা বলেছেন, মিটফোর্ডের ঘটনার পরে জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে এবং ন্যাশনাল রিপাবলিক পার্টির এক নেতা বলেছেন, আগে তারা পাকিস্তানিদের পুনর্বাসন করেছে এখন মুজিববাদীদের পুনর্বাসন করছে এর প্রতিক্রিয়া জানাতে চাইলে এজেডএম জাহিদ বলেন, ‘‘আমি উনারদের প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাই না। কারণ আমি মনে করি, এই প্রশ্ন যারা করে তারা না বুঝে করে, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমার প্রশ্ন আছে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা এগুলো নিয়ে অনেক কথা বলা যায়। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড, সাদা কার্ড দেখাবে। কে কী বলল, তার কথায় বিএনপি আদৌও সমালোচনা করা বা আলোচনা করার আমরা প্রয়োজন অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না।”

এ সময় উপস্থিতি ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ডক্টরস অ্যাসোসিয়েশনের রফিকুল আলম লাবু, নজরুল ইসলাম, সাংস্কৃতিক জোটের রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের জাকির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন বিএনপি ষড়যন্ত্র চলছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর