ঢাকা: পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর সঙ্গে রাশিয়ার মান সংস্থা-ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং এন্ড মেট্রোলজি (জিওএসটি আর) এর মধ্যে সমঝোতা স্বারক সই হয়েছে। জাতীয় মান প্রণয়নে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়টি প্রাধান্য দিয়ে এ সমঝোতা স্বারক সই হয়।
সোমবার (১৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে বাংলাদেশের পক্ষে সমঝোতা স্বারকে সই করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম এবং রাশিয়ার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী আন্তন শালায়েভ সই করে পাঠিয়েছেন।
সমঝোতা স্বারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নুর এনডিসি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকার রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর একাতেরিনা সেমিনোভা, পররাষ্ট মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক মো. মোশারফ হোসেন, এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান দূতাবাস এবং এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।