Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক নিয়ে রায় ‘গণতন্ত্রের মাইলফলক’, তবুও আপিল করব: বদিউল আলম

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৮:১০

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। ছবি: সারাবাংলা

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বিষয়ে উচ্চ আদালতের রায়কে স্বাগত জানালেও, এতে ‘গুরুতর অসঙ্গতি’ রয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, চলতি মাসেই এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের ১৪তম বৈঠকের বিরতিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, ‘‘এই রায় গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি মাইলফলক। কিন্তু আদালত কিছু গুরুত্বপূর্ণ দিক এড়িয়ে গেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে পাস করা হয়েছিল, যার মাধ্যমে ‘ক্ষমতা চিরস্থায়ী করতে’ চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যে কমিটি গঠন করা হয়েছিল, তাদের প্রস্তাবও গ্রহণ করা হয়নি। এমনকি যাদের মতামত নেওয়া হয়েছিল, তারা সবাই ছিল সরকারদলীয়। এ পরিস্থিতিতে এই সংশোধনীর মাধ্যমে গঠিত সরকারও অবৈধ।’

এ সময় রায়ের অন্যতম আইনজীবী ড. শরীফ ভূঁইয়াও রায়ের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, ‘পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে করা হয়, ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ রিভিউ না করে এর সঠিক সমাধান সম্ভব নয়।’

সারাবাংলা/এফএন/এইচআই

তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থা বদিউল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর