চট্টগ্রাম ব্যুরো: চার দফা দাবিতে আগামী ২০ জুলাই মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় সকল ধরনের পণ্য ও গণপরিবহণ চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহণ মালিক ফেডারেশন’।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব মো. হুমায়ুন কবির সোহেল।
সংবাদ সম্মেলন থেকে ২০ জুলাই ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট পালনের জন্য পণ্য পরিবহণকারী সকল যানবাহন ও গণপরিবহণের মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চার দফা দাবির মধ্যে আছে- ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন, যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা, গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহণ সেক্টরকে জিম্মি করতে না দেওয়া এবং বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির সোহেল বলেন, ‘পরিবহণ সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা গত ৩০ জুন সংবাদ সম্মেলন করেছিলাম। পরিবহণ সেক্টরের তিনটি সংগঠন ইতোমধ্যে সড়ক পরিবহন ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সেগুলো তুলে ধরেছেন। কিন্তু এরপরও আমাদের সমস্যা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বর্তমানে পরিবহণ ব্যবসা একটি লোকসানি খাতে পরিণত হয়েছে। আবার সড়ক পরিবহণ আইনের বিভিন্ন ধারা-উপধারা মালিক-শ্রমিকদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।’
মহানগরীসহ চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সকল রুট ২৪ ঘণ্টার ধর্মঘটের আওতায় থাকবে বলে এতে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহণ মালিক ফেডারেশনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের মৃণাল চৌধুরী, মো. মুছা, অলি আহম্মদ উপস্থিত ছিলেন।