Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৭:১৭

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠকে বসেছে দলটির প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ডিএমপি কার্যালয়ে আসেন জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধি দল। পরে তারা অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন।

জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন- সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগরী দক্ষিণেরসহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

বিজ্ঞাপন

বৈঠকে ডিএমপির পক্ষ থেকে সভাপতিত্ব করছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ডিসি), ট্রাফিক গৌতম কুমার বিশ্বাস, উপপুলিশ কমিশনার(ডিসি), রমনা বিভাগ মাসুদ আলমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর