Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূ হত্যা মামলায় শাশুড়ি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৭:২২ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৭:২৩

প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডোমারে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত শাশুড়ি ফারজিনা বেগমকে (৫৫) রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ডোমার থানায় হস্তান্তরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারজিনা বেগম নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের আরও কয়েকজন মিলে গৃহবধূ প্রীতি বেগমকে (২৫) ছুরিকাঘাত করে। পরে চিকিৎিসাধীন অবস্থায় ২৫ মে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত গৃহবধূর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ফারুক হোসেন ও শাশুড়ি ফারজিনা বেগমকে আসামি করা হয়। ঘটনার পর থেকে ফারজিনা পলাতক ছিলেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, গৃহবধূ হত্যা মামলার আসামি ফারজিনা বেগমকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। এর আগে নিহত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

গৃহবধূ হত্যা নীলফামারী শাশুড়ি গ্রেফতার