Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চশিক্ষার নামে প্রতারণা: ১০ দিনের রিমান্ডে বিএসবির খায়রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৭:৩০

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহার

ঢাকা: বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে বাশারের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) খালিদ সাইফুল্লাহ।

রিমান্ডের পক্ষে শুনানি করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম ইসলাম নয়ন। তবে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার। শুনানি শেষে তাকে রিমান্ডে পাঠান বিচারক।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নেন তারা। এ ঘটনায় গত ৪ মে মামলা করেন সিআইডির উপ-পরিদর্শক রুহুল আমিন।

সারাবাংলা/আরএম/এসআর

প্রতারণা বিএসবির খায়রুল রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর