Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন: সিভাসু উপাচার্য

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৭:৪১

চট্টগ্রাম ব্যুরো: অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।

সিভাসু’র সিনিয়র উপ-পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমবেতদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে সিভাসু উপাচার্য ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই আমি বর্তমান সরকারকে বলবো, কিছু মৌলিক সংস্কারের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।’

বিজ্ঞাপন

এসময় সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানও বক্তব্য দেন। শ্রদ্ধা নিবেদনের পর শহিদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভোটের অধিকার সিভাসু উপাচার্য