ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান, অনলাইন ও অফলাইনে পরিচালিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ক্রাউডফান্ডিং এর মাধ্যমে অতি মুনাফা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জনস্বার্থে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে।
সতর্ক বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় প্রতিষ্ঠান কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাবিধ অনলাইন এবং অফলাইন মাধ্যম ব্যবহার করে অস্বাভাবিক রিটার্নের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নানাভাবে প্রলুব্ধ করার মাধ্যমে প্রতারিত করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে ‘ওটিপি’ (ওয়ান টাইম পাসওয়ার্ড) শেয়ারের মাধ্যমে স্যোশাল সেফটি নেটের টাকা, হজ্জের টাকা ফেরতের প্রলোভনসহ নানাবিধ ভাতা সংক্রান্ত টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এতে করে দেশের আপামর জনগোষ্ঠী আর্থিকভাবে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানসমূহের সাথে কোন রকমের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য দেশের সকল জনসাধারণকে পরামর্শ দেয়া যাচ্ছে।
সতর্ক বার্তায় বলা হয়, যদি কোন গ্রাহক এ সকল অনলাইন এবং অফলাইন প্রতিষ্ঠানের সাথে যেকোন মাধ্যমে কোনরূপ আর্থিক লেনদেন করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের ফলে কোনরূপ ক্ষয়-ক্ষতির সম্মুখীন হলে তার দায়-ভার সংশ্লিষ্ট ব্যক্তির উপর বর্তাবে।
এছাড়া ‘পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা আইন ২০২৪’-এর ধারা ৪ এবং ধারা ১৫ এর কোনরূপ লংঘন না করার জন্য উক্ত ধারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।