Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৮:৪৯

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ ২য় আদালত। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চর বাউসিয়ার নাছির উল্লাহ, মোশারফ হোসেন, রিপন হেলাল, কানা রাজ্জাক, আক্কাস আলী, রিপন সিরাজ, শাহ আলম, শফিক খোরশেদ, শফিকুল ও হবি হক। রায় ঘোষণার সময় সাতজন আদালতে উপস্থিত থাকায় তাদের কারাগারে পাঠানো হয়। বাকি পলাতকদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ জুন রাতে চর বাউসিয়ায় আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার ছেলে রিপন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্তে ১৫ জনকে অভিযুক্ত করা হয়, যাদের মধ্যে ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ হোসেন জানান, ২৩ বছর পর মামলার রায় পেয়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর