Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন চেয়ে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৮:২২

ঢাকা: শূন্য হওয়া দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

মঙ্গলবার (১৬ জুলাই) নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ জামান। বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

নোটিশ পাওয়ার পাঁচদিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানিয়ে আগামী তিন মাসের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে। লিগ্যাল নোটিশে স্থানীয় সরাকার মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশনার সচিবকে বিবাদী করা হয়।

আইনজীবী আশরাফ বলেন, ‘বর্তমানে চেয়ারম্যান না থাকায় সংশ্লিষ্ট উপজেলা পরিষদের স্থানীয় জনগণ নানাবিধ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে ১১ মাস চলে গেলেও নির্বাচনের বিষয়ে কোনো সাড়া শব্দ নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী পাঁচদিনের মধ্যে না জানালে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিকার চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।’

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ওইদিন এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছিল স্থানীয় সরকার বিভাগ। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি। তাই এই আইনি নোটিশ পাঠানো হয়।

সারাবাংলা/আরএম/এসআর

আইনি নোটিশ উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাচন নির্বাচনের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর