Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের ২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৮:৩৮

সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা: স্ত্রী সালমা ওসমানসহ নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য জানান দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ। মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম।

দুদক কর্মকর্তা তানজির আহমেদ জানান, ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন শামীম ওসমান। এ ছাড়া ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেন। আর স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তার স্ত্রী সালমা ওসমান।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রি ও ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন বা স্থানান্তরের পরিকল্পনা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এইচআই

দুদক নারায়ণগঞ্জ ৪ আসন শামীম ওসমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর