Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৫ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৮:৪০

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২০৮ জন এবং নারী ১৬৭ জন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৭, ঢাকা উত্তর সিটিতে ২৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৯, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ৫৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

এর আগে, গতকাল সোমবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর