Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সমর্থন থাকলেও উচ্চকক্ষ গঠনে ঐকমত্য হয়নি: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৮:৫৫

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি: সারাবাংলা

ঢাকা: দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রতি অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থন থাকলেও উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে এখনো মতভেদ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে কমিশন রোববার (২০ জুলাই) চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ জানান, দ্বিকক্ষ সংসদ ও সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও উচ্চকক্ষের গঠনতন্ত্র ও নির্বাচনি পদ্ধতি নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ ভোটের অনুপাত অনুযায়ী উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন, আবার কেউ আসন অনুপাতে গঠনের পক্ষে মত দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এটি এখন কমিশনের কাঁধে দেওয়া হয়েছে। কমিশন দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাবে এবং নিজেদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে।’

কমিশনের বৈঠকে নারী প্রতিনিধিত্ব ও তাদের সাংবিধানিক মর্যাদার বিষয়েও আলোচনা হয়। আলী রীয়াজ বলেন, ‘গত বছরের গণঅভ্যুত্থানে নারীদের অনবদ্য ভূমিকা স্মরণ করে কমিশন মনে করে, নারীদের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

এ ছাড়া সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত অনুচ্ছেদ ৫৮(ক), ৫৮(খ) ও ৫৮(ঙ)। আলী রীয়াজ বলেন, ‘এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঐকমত্য রয়েছে।’

তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কীভাবে নিযুক্ত হবেন, সে বিষয়ে আগামী সপ্তাহে একটি সমাধানে পৌঁছানোর আশা করছে কমিশন।

সারাবাংলা/এফএন/এইচআই

আলী রীয়াজ ঐকমত্য কমিশন দ্বিকক্ষবিশিষ্ট সংসদ