Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে ৩৭ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৯:০৫

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে প্রায় ৩৭ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে র‍্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল কক্সবাজার থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর এসি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। র‍্যাব জানায়, একটি নারী আসামির শরীরে বিশেষ কৌশলে লুকানো ছিল ৩৭,০৭০ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মো. সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, হলুদ টেপ মোড়ানো তিনটি শপিং ব্যাগে মোট ১৮৬টি নীল প্যাকেট পাওয়া যায়, প্রতিটিতে ২০০টি করে ইয়াবা ছিল, একটিতে অতিরিক্ত ৭০টি থাকায় মোট পরিমাণ দাঁড়ায় ৩৭,০৭০ পিস।

র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএস

ইয়াবা কারবারি গ্রেফতার মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর