ঢাকা: জাতীয় ঐকমত্য গঠনে সংবিধানে গণভোট অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সংবাদ সম্মেলনে তাহের বলেন, ‘সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি মাত্র দল বা সরকারি দল একতরফাভাবে সিদ্ধান্ত নিক— এটা আমরা চাই না। এ জন্য গণভোট ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি আমরা।’
তিনি আরও জানান, দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গঠন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালুর বিষয়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ‘ব্যাপক ঐকমত্য’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘কোনো একটি বা তিনটি দল পিআর (Proportional Representation) পদ্ধতির বিরোধিতা করলেই তা আটকে দেওয়া ন্যায়সঙ্গত হবে না। এটা হবে ইনজাস্টিস ও বৈষম্য।’
তিনি বলেন, ‘পিআর পদ্ধতির পক্ষে সংখ্যাগরিষ্ঠ দল রয়েছে। বিএনপি, এনসিপি, চরমোনাই পীর, ইসলামী দলসমূহ, গণঅধিকার পরিষদ এবং জামায়াতে ইসলামীর মতো পাঁচ-ছয়টি বড় দলই এই ব্যবস্থার পক্ষে। একটি বা দুটি দল আপত্তি জানালেই একটি সমঝোতামূলক প্রক্রিয়া থেমে যেতে পারে না।’
সংবিধান সংশোধনের বিষয়ে জামায়াতের প্রস্তাব নিয়ে তিনি বলেন, ‘একক দলের ইচ্ছায় সংবিধান পরিবর্তন যেন সম্ভব না হয়, সেই ধরনের সিস্টেম গড়ে তোলা দরকার। পরিবর্তন হোক রাষ্ট্রের প্রয়োজনে, কোনো দলের সুবিধার জন্য নয়।’
নারীদের রাজনৈতিক ক্ষমতায়নেও জামায়াত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাহের জানান, সংসদে নারী আসন ১০০-এ উন্নীত করার বিষয়ে জামায়াত সম্মত হয়েছে।
এ দিনের আলোচনায় জামায়াত ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দল সংবিধান সংস্কার, সংসদীয় কাঠামো এবং নির্বাচন পদ্ধতি নিয়ে মতামত দেয়।