Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআইডি পরিদর্শক ইকরামের জমি-ফ্ল্যাট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৯:১০

ঢাকার মহানগর জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে সিআইডি ফরিদপুরের পরিদর্শক মো. ইকরাম আলী মিয়াসহ স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা ও স্বার্থসংশ্লিষ্ট অন্যদের নামে থাকা জমি-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ সব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন।

এসব জমি ও ফ্ল্যাট ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড্ডা, কেরানীগঞ্জ ও গোপালগঞ্জে রয়েছে। যার দাম পাঁচ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা ধরা হয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন- রওশন আরা বেগম, তানিয়া আক্তার ও মো. ইমদাদুল হক।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, ইকরাম আলী ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে দুদকে। তবে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের প্রচেষ্টায় রয়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তাই এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।

সারাবাংলা/আরএম/পিটিএম

ইকরাম জব্দ জমি-ফ্ল্যাট সিআইডি পরিদর্শক