Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুক্তরাষ্ট্রের পোশাক বাজার হারানো উচিত হবে না’

ডিপ্ল্যোমাটিক করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৯:১৯

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ বাজার বাংলাদেশের হারানো উচিত হবে না বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামীতে সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সমস্যা সমাধানে নিজ দলের ভাবনা সরকারের কাছে উত্থাপন করবে বিএনপি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন।

সংবাদ সম্মেলনের আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক হয়। এই বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআিইয়ের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে ব্যবসায়ী নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের ফলে রফতানি খাতসহ সংশ্লিষ্ট খাতে কী কী নেতিবাচক প্রভাব পড়বে সেগুলো তুলে ধরেন। একইসঙ্গে বাংলাদেশের অর্থনীতিতে উদ্বেগের জায়গাগুলো উত্থাপন করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের বড় রফতানি বাজার। সেখানে এককভাবে ৮ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়ে থাকে। এই বাজার বন্ধ হলে পোশাক খাতে কাজ করা প্রায় ১৫ লাখ মানুষ বেকার হবে। শুধু শ্রমিকরা চাকরি হারাবে না, পোশাক খাতের সুতা সরবরাহকারী প্রতিষ্ঠানসহ আরও কয়েক লাখ মানুষের ক্ষতি হবে। সেই কারণে সরকারকে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুর সমাধান করতে হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় নিরাপত্তা ইস্যুসহ বেশকিছু বিষয়ে শর্তের কথা উঠে এসেছে। এটি আপাতত অপ্রকাশের বিষয় হওয়ায় তা নিয়ে আলাপ না করাই ভালো। তবে পত্র-পত্রিকায় কিছু শর্তের বিষয় নিয়ে বিএনপির নিজের কিছু ভাবনা রয়েছে। সেগুলো সরকারের কাছে তুলতে ধরতে চাই। বিএনপি চায় সরকার পারস্পরিক আলোচনার ভিত্তিতে এটির সমাধান করবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রতিযোগী দেশ ভারত ও ভিয়েতনামের চেয়ে কিছুটা পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এরই মধ্যে তারা সমঝোতার পর্যায়ে পৌঁছছে। বাংলাদেশে আগামী ১ আগস্ট থেকে ৩৫ শতাংশের চেয়ে শুল্ক হার চাপিয়েছে, সেটা বজায় থাকলে বাংলাদেশের পোশাক খাত সেখানে রফতানি করতে পারবে না।’

সারাবাংলা/একে/পিটিএম

আমীর খসরু মাহমুদ চৌধুরী পোশাক বাজার যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর