সিরাজগঞ্জ: মাত্র ২ মিনিটের আকস্মিক টর্নেডোতে সিরাজগঞ্জের ৪টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত অর্ধশত বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় গাছপালা ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, ইটালি, চিলগাছা ও চর-চিলগাছা গ্রামে এই টর্নেডো আঘাত হানে।
স্থানীয় রতনকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, দুপুর ২টার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো কিছু ভেসে আসতে দেখা যায়। মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের কাঁচা বসতঘর ও গাছপালা ভেঙে যায়। বেশ কয়েকটি বসতঘর সম্পূর্ণ উড়িয়ে নিয়ে গেছে। গাছপালা রাস্তার ওপর ভেঙে পড়ায় যান চলাচল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, মাত্র দুই মিনিটের এই টর্নেডোতে ৪টি গ্রামের মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তাদের বসতঘর ঝড়ে উড়ে গেছে। যে কারণে তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে।
বাহুকা গ্রামের ক্ষতিগ্রস্ত শামিম হোসেন বলেন, ‘বৃষ্টির সময় পরিবার-পরিজন নিয়ে ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ টর্নেডোতে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। বসতঘর উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি।
রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়েল হোসেন বলেন, শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএনও অফিসে সংবাদ পাঠানো হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।
রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলকায় আমিও যাবো।