ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ অনুষ্ঠিত ডিগ্রি ও ২০২০ সালে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় নকলসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮২ জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় পরীক্ষক, পর্যবেক্ষক, প্রধান পরীক্ষকদের প্রতিবেদন ও সংগৃহীত আলামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার ও সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আরও বলা হয়, সভায় ৮২ জন অভিযুক্ত শিক্ষার্থীর জবাবপত্র, লিখিত কৈফিয়ত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।