ঢাকা: বাংলাদেশের সঙ্গে চলমান বিভিন্ন দ্বি-পাক্ষিক ইস্যু, সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ ক্যাও সোয়ে মোয়ে।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকার মিয়ানমার দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ ক্যাও সোয়ে মোয়ে। গুরুত্বপূর্ণ এ বৈঠকে দ্বি-পক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন উভয়পক্ষ।