নাটোর: নাটোরের লালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজার গাছ ও শুকনো গাঁজা সহ বাবা ও মেয়েকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গোলাপপুর ইউনিয়নের শালেশ্বর মধ্যপাড়ায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন শালেশ্বর গ্রামের মো. জামশেদ আলী (৭৫) ও তাঁর কন্যা মোছা. মরিয়ম (৩৫)। অভিযানে তাদের বাড়ির আঙিনা থেকে একটি গাঁজার গাছ এবং আনুমানিক ২০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পরে সেনাবাহিনী আলামতসহ আটক দুইজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।