চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাঁচদিন ধরে নিখোঁজ এক পানচাষীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে তার পরিবার।
মঙ্গলবার (১৫ জুলাই) পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ সুনীল নাথ (৪৫) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট ধর্মপুর গ্রামের বাসিন্দা।
নিখোঁজ সুনীলের ছেলে বিজয় নাথ জানিয়েছেন, শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পানের বরজে পান তুলতে গিয়েছিলেন বিজয় ও তার বাবা। দুপুরে বিজয় পান নিয়ে বাড়ি ফিরে আসেন। আর সুনীল বরজের পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। গ্রামের লোকজন জানিয়েছেন, দুপুরে পানের বরজের কাছে একটি চায়ের দোকানে বসে বাবা চা খেয়েছিলেন। কিন্তু এরপর তিনি কোথায় গেছেন সেটি আর কেউ বলতে পারছেন না। চারদিন ধরে আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। শেষপর্যন্ত কোনো হদিস না পেয়ে জিডি করেছি।’
নিখোঁজ সুনীল নাথের কিছু মানসিক সমস্যা ছিল এবং সেজন্য নিয়মিত ওষুধ সেবন করতেন বলে জানান বিজয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘এক ব্যক্তি চার-পাঁচদিন ধরে নিখোঁজের বিষয়ে একটি জিডি হয়েছে। আমরা বিষয়টি দেখছি।’