Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই নির্বাচন কমিশনে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২০:২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই নির্বাচন কমিশনে (ইসি) সংশোধিত নিবন্ধন আবেদন জমা দেবে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

আখতার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা যথাযথ নিয়ম মেনেই নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। তবে প্রাথমিক বাছাইয়ের পর কিছু পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছে কমিশন। বিশেষ করে আমাদের গঠনতন্ত্রে একটি নির্দিষ্ট কোলাজ সংযুক্ত করার কথা বলা হয়েছে। আমরা সেই বিষয়টি ইতোমধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কিছু অফিসের ক্ষেত্রে জমি চুক্তিতে (ডিড) দলের নাম উল্লেখ নেই; এমন ছোটখাটো মাইনর বিষয়গুলো ইসি আমাদের নজরে এনেছে। এসব সংশোধনের পর দ্রুত সময়ের মধ্যেই আমরা সংশোধিত আবেদন জমা দেব ‘

উল্লেখ্য, চলতি বছর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ১৪৪টি দল ইসিতে আবেদন করে। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই পূর্ণাঙ্গ মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। ফলে ইসি পক্ষ থেকে ১৫ দিনের সময়সীমা দিয়ে ঘাটতি পূরণে দলগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

সারাবাংলা/এফএন/এইচআই

আখতার হোসেন ইসি এনসিপি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর