পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আমেরিকা থেকে দেশে ফেরা এক নববধূ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) গভীর রাতে কলাপাড়ায় ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র (আমেরিকা) থেকে স্বামীর সঙ্গে পটুয়াখালীতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নববধূ। সোমবার গভীর রাতে ৭-৮ জনের ডাকাতদল গ্রিল কেটে ওই বাড়িতে ঢুকে। এসময় তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। স্বামীর সামনেই নববধূকে চারজন মিলে দলবদ্ধ ধর্ষণ করে। পরে ডাকাতরা ঘরে থাকা ১৩ ভরি সোনার গয়না ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, ডাকাত দলের সবার মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা এবং ধারালো চাপাতি ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে তারা আলমারির চাবি কেড়ে নিয়ে ১৩ ভরি সোনার গয়না ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ডাকাতদল ঘরে ঢুকে। এসময় তারা তাকেসহ তার স্ত্রীকে মারধর ও নির্যাতন চালায়।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে কলাপাড়া থানায় মামলা করেছেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান চলছে।