Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিষ্টাচারবর্হিভূত আচরণ প্রতিরোধ করা হবে: মীর হেলাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২০:৩৩

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে শিষ্টাচারবর্হিভূত আচরণ করলে এবার থেকে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি একথা বলেন। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রঘোষিত এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘দেশে এখন যে মব কালচার চলছে, সেটা সৃষ্টি করেছিল পলাতক শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনার মব সন্ত্রাসের ধারাবাহিকতা এখনো চলছে। বিএনপি একটি বহুমতে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের নেতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের রুপকার।’

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগত কিংবা দলীয়ভাবে কোনো অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করি না, প্রশ্রয়ও দিই না। সমালোচনা অবশ্যই করবেন। তবে হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে যদি শিষ্টাচারবহির্ভূত আর কোনো কর্মকাণ্ড দেখি, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং সেটা চট্টগ্রাম থেকেই শুরু হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ধৈর্য ধরতে। সেজন্য আমরা অত্যন্ত ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

‘মনে রাখবেন, তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সূর্য। সূর্যের আলো অনেকের অপছন্দ হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। সুতরাং তারেক রহমানকে রুখে দেওয়ার ক্ষমতাও কারও নেই। ১৭ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্র চলমান আছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।’

সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, কতিপয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। তাদের লক্ষ্য বিএনপিকে ইমেজ সংকটে ফেলা। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি জনগণের দল। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপিতে চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। চাঁদাবাজি করতে হলে বিএনপি ছাড়তে হবে। কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না।’

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল বক্তব্য দেন। এর পর বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সারাবাংলা/আরডি/পিটিএম

প্রতিরোধ বিএনপি মীর হেলাল শিষ্টাচারবর্হিভূত আচরণ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর