Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ড্রেনের পাইপে পড়ে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২১:০৬

বগুড়া: বৃষ্টির পানিতে খেলতে নেমে বগুড়ার শাজাহানপুরে ড্রেনের পাইপে পড়ে ফাইম বাবু নামের তিন বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়াগ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফাইম বাবু ওই এলাকার সোহেল রানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টায় বাড়ির পাশের ফাঁকা জায়গায় বৃষ্টির পানিতে ফাইম ও অপর এক শিশুর খেলছিল। এর এক পর্যায়ে পা পিছলে ফাইম ড্রেনের পাইপে পড়ে যায়। পরবর্তীতে অপর শিশুটি ফাইমের ড্রেনে পড়ে যাওয়ার বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর ফাইমের পরিবার ও স্থানীয় লোকজন ড্রেন এবং আশপাশের ডোবা এলাকায় খোঁজাখুঁজি করে। এ রিপোর্টটি লেখা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএস

ড্রেন নিখোঁজ পাইপ শিশু

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর