প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সোমবার (১৪ জুলাই) দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের দাবি, একটি গোষ্ঠী বিএনপির জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করছে এবং এর দায় বিএনপি ও সহযোগী সংগঠনের ওপর চাপানোর চেষ্টা করছে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদন—
বগুড়া: প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়াযন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদল।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক। আরোও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, এড.হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার সিফাত, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী।
সিলেট: সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। একইসঙ্গে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন সংগঠনের নেতাকর্মীরা।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডা. জাহেদুল কবির, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা প্রমুখ।

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নড়াইল: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলার অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুঞ্জরুল সাঈদ বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুজ্জামান মিলন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ কোরেশী আসাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান এবং মহিলা দলের জেলা সেক্রেটারি সালেহা বেগম প্রমুখ।

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ
লালমনিরহাট: মিটফোর্ডে সোহাগ হত্যায় বিএনপি’র নামে মিথ্যা অপপ্রচার এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রমূলক অস্থিতিশীলতার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর সাত্তার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিঠুন সরকার মিঠু। এসময় সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সাত্তার এরশাদ ও মিঠু।

কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
কুষ্টিয়া: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রমবিষয়ক সম্পাদক নূরে আলম, কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ , সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রাজবাড়ী: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
ময়মনসিংহ: সারাদেশে প্রসাশনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল আলম খসরু, সদস্য সচিব সোহেল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
…