Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, ১৮ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২১:৫৭

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে রাত ১টার মধ্যে দেশের ১৮টি অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়ার শঙ্কা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম উপকূল ঘেঁষা স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকেই সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়েছে, আজ রাত ১টার মধ্যে দেশের ১৮টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি গতির বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়ার আশঙ্কা করা হয়েছে।

অঞ্চলগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

আবহাওয়া অধিদফতর আবহাওয়ার খবর

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর