সুনামগঞ্জ: সুনামগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে সাবিদ আহমেদ মুরসালিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পেছনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিদ আহমেদ মুরসালিন পৌর শহরের মল্লিকপুরের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাবিদ কয়েকজন বন্ধুর সঙ্গে ওই পুকুরে সাঁতার কাটতে এসেছিল। পুকুরের পশ্চিম পাড়ের পাকা ঘাট থেকে পূর্ব পাড়ের ঘাটে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করলে কিছুদূর গিয়ে সে তলিয়ে যায়। পাড়ে উঠে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয় কয়েকজন নির্মাণ শ্রমিকের চেষ্টায় তার মরদেহ উদ্ধার হয়।
তাৎক্ষণিক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক সফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ সদর ফায়ার স্টেশনের লিডার কবির হোসেন জানান, খবর পেয়ে তাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।