Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিকক্ষ সংসদ ইস্যুতে হতাশ: নুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২৩:০১ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ২৩:১২

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও সংবিধান সংশোধন ইস্যুতে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না— এমন হতাশা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় ধাপের ১৪তম দিন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নুর বলেন, ‘দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে আজকে তৃতীয় দিনের মতো আলোচনা হলো। মোটামুটি সব দলই একমত— এটা চায়। এমনকি বিএনপিও ২০১৭ সাল থেকে এ দাবি জানিয়ে আসছে। কিন্তু তারপরও কূলকিনারা হচ্ছে না— কেন হচ্ছে না বুঝতেছি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উচ্চকক্ষে দলগুলোকে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়ে অনেকটাই একমত হলেও বিষয়টি নিয়ে ইতোমধ্যে তিনবার আলোচনা হয়েছে। একটি বিষয় নিয়ে এতবার আলোচনা সত্ত্বেও কোনো উপসংহার না এলে মানুষ আগ্রহ হারায়।’

সংবিধান সংশোধনের প্রশ্নে নুর বলেন, ‘অতীতে অধিকাংশ সংশোধন করা হয়েছে ব্যক্তি বা ক্ষমতা কেন্দ্রীক চিন্তা থেকে। এখন প্রয়োজন রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ।’

সারাবাংলা/এফএন/এইচআই

গণঅধিকার পরিষদ দ্বিকক্ষ সংসদ নুরুল হক নুর

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর