ঢাকা: বাংলাদেশে ইতালির ভিসা আবেদনকারীদের জন্য ভুয়া সংবাদ প্রচারিত হচ্ছে উল্লেখ করে দেশটির ভিসা প্রদানে কারিগরি সহায়তাদানকারী ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ২৩ জুলাই বাংলাদেশে ইতালির দূতাবাসের সামনে ভিএফএসের নামে জন সমাবেশের আয়োজনের খবরটি সঠিক নয়।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে এই সংক্রান্ত পোস্ট করা হয়েছে।
নিজস্ব ফেসবুক পোস্টের মাধ্যম ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করে একটি ভুয়া বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। যেখানে আগামী ২৩ জুলাই বাংলাদেশে ইতালির দূতাবাসের সামনে জন সমাবেশের আয়োজন করা হয়েছে। খরবটি সঠিক নয়।
বার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই বার্তার প্রেরক ভিএফএস গ্লোবাল নয়। আমরা কোনোভাবেই এই ধরনের জনসমাবেশের আয়োজন বা সমর্থনের সঙ্গে যুক্ত নই।’
ভিএফএস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় প্রশাসনিক সহায়তা প্রদানই আমাদের ভূমিকা, যা সংশ্লিষ্ট কূটনীতিক মিশনের নির্দেশনায় পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সঠিক ও হালনাগাদ তথ্যের তথ্যের জন্যে ভিএফএস গ্লোবাল বা সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল বার্তার ওপর নির্ভর করার জন্য আমরা অনুরোধ করছি।