Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিতলমারীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২৩:২১

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও অস্ত্রসহ মো. বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বাবুল শেখ চরচিংগুড়ি গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবুল শেখের বাড়ি থেকে আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যের ৫,৩৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

এছাড়া, ঘটনাস্থল থেকে নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ৫টি চাপাতি ও ৫টি হাতুড়িও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাবুল শেখের বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর