Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২০২৬ সালের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা সম্ভব হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২৩:৩৭

তিস্তা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রংপুর: ২০২৬ সালের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জরভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘ভবিষ্যতে যেন তিস্তাপাড়ের মানুষ আর ভাঙনের শিকার না হয়, সেদিকে লক্ষ রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে। সেই সঙ্গে নদীভাঙন রোধে কাজ করছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রকল্প। বিগত সরকার নদীপাড়ের মানুষের মতামতকে গুরুত্ব না দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল। বর্তমান সরকার নদীপাড়ের মানুষের মতামত এবং চীনের সঙ্গে পরামর্শ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

বিজ্ঞাপন

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ইসলাম, রংপুর পাউবোর প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, ইউএনও মহিদুল হক, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

তিস্তা তিস্তা মহাপরিকল্পনা রংপুর রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর