Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের ৩০০ কেজি আম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ২৩:৫২

সিলেট: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপহারের ৩০০ কেজি আম ভারতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে একটি ট্রাকে করে ৬০টি  কার্টনে এসব আম তামাবিল জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের আসামে পৌঁছে যায়।

আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা অমুল্যান জ্যোতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন। বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে উপহার হিসেবে এই আম পাঠানো হয়।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে  সারাবাংলাকে জানান, সকাল সাড়ে ১০টায় আমবাহী ট্রাক তামাবিলে পৌঁছায়। রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আম পাঠানোর কার্যক্রম পরিচালনা করে।

বিজ্ঞাপন

আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের কাস্টমস, স্থলবন্দর, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি এবং বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর